৭ কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট

তেঁতে উঠা পুঁজিবাজারে হঠৎ করেই বিক্রেতা শূন্য হয়ে পড়ছে একাধিক কোম্পানির শেয়ার। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১২টা নাগাদ ৮ কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট ছিল। কোম্পানিগুলো হচ্ছে-বেক্সিমকো লিমিটেড, জিবিবি পাওয়ার, গোল্ডেন সন, লংকাবাংলা ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও রবি আজিয়াটা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সোয়া ১২টা পর্যন্ত প্রায় ১ কোটি ৪০ লাখ শেয়ার কেনাবেচা হয়। তবে এ সময়ে শেয়ারটির দাম ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৭৯ টাকা ৫০ পয়সা থেকে ৮৭ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

এ সময়ে জিবিবি পাওয়ারের শেয়ারের লেনদেন হয় ৪০ লাখ। শেয়ারটির দাম ১০ শতাংশ বেড়ে ২২ টাকা হয়।বেলাসোয়া ১২টায় ২০ টাক ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২২ টাকা দরে ১১ লাখ ১৪ হাজার শেয়ারের ক্রয় প্রস্তাব থাকলেও বিক্রয় প্রস্তাবের ঘর ছিল শূন্য।

গোল্ডেনসনের প্রায় ২ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সে প্রায় ৬৯ লাখ, মাইডস ফাইন্যান্সে প্রায় ২ লাখ, প্রাইম ফাইন্যান্স প্রায় ৫ লাখ এবং রবিতে প্রায় ৫৩ লাখ শেয়ার কেনার প্রস্তাব ছিল। বিপরীতে কোনো বিক্রয় প্রস্তাব ছিল না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.