সজল-প্রভার “প্রত্ননারী”

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হলো নাটক “প্রত্ননারী” । নাটকটির কাহিনী সংলাপ চিত্রনাট্য করেছেন মুরাদ পারভেজ ও পরিচালনা এসএমএ পারভেজ। নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা সজল, ও টিভি নাটকের গ্লামার কুইন অভিনেত্রী  প্রভা।

অভিনেতা সজল বলেন, আমি এর আগে ও মুরাদ পারভেজের ডিরেকশনে কাজ করেছি। আমারো বেশ ভালোলাগে তাকে, তবে এবার তার লেখা নাটকে আমি অভিনয় করেছি। নাটকটিতে বেশ ভালো গল্প, দর্শকেরও ভালো লাগবে।

পরিচালক এসএমএ পারভেজ বলেন, এই নাটকে সবাই বেশ ভালো অভিনয় করেছেন। নাটকটির শুটিংয়ের কাজ মানিকগঞ্জ  জমিদার বাড়ি ও বেতিলাতে হয়েছে।

গল্পে দেখা যাবে, ‘ দিনু স্বাধীন, কৌরী,রমেন ও জ্যোতি ঢাকা থেকে একটি গাড়ি করে পুরনো বাড়ি দেখতে যায়। কৌরী প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ফটোগ্রাফি তার নেশা। বন্ধুদের নিয়ে আরকিওলজিকাল সার্ভের জন্য চলে যায় এক পুরাতন জমিদার বাড়ি। সেখানে গিয়ে পরিচয় হয় বাড়ির মালিক কবিরের সাথে। কবির বেশ গম্ভীর। বিভিন্ন নিয়ম-কানুন শর্তে একটা সময় সে বাড়িতে থাকার অনুমতি দেয়। কিন্তু প্রথম দিনেই শর্ত ভেংগে ফেলে কৌরী এবং তার বন্ধুরা।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

সজল-প্রভা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত, সিয়াম, তাসনিম তাসফি,আলামিন, কামরুল,সহ আরো অনেকে।

অর্থসূচক/এএ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.