দিহানদের বাড়ির দারোয়ান দুলাল আটক

কলাবাগানের বাসা থেকে দিহানদের বাড়ির দারোয়ান দুলালকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার বিষয়ে দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য কলাবাগান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানে বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বাসায় গিয়ে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন মারা যান। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে দিহান তার বন্ধুদের ডেকে তাদের সহযোগিতায় আনুশকাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিনই মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগে শুধুমাত্র দিহানকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা মো. আল-আমিন।

পরে হাসপাতাল থেকেই দিহান ও তার তিন বন্ধুকে কলাবাগান থানা পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বাকি তিনজনকে ছেড়ে দিয়ে দিহানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.