আজিজ পাইপসের উৎপাদন সাময়িক বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের পরিচালনা পর্ষদ উৎপাদন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি গতকাল ১০ জানুয়ারি, রোববার থেকে উৎপাদন বন্ধ রেখেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতে কোম্পানিটির পাইপ তৈরীর প্রধান কাঁচামাল পিভিসি রেসিন সরবরাহ বন্ধ রয়েছে। পরযাপ্ত পিভিসি রেসিনের অভাবে কোম্পানির উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাঁচামালের মূল্য স্থানীয় বাজারে অস্বাভাবিকভাবে বাড়ার কারণে উৎপাদন ব্যয় বর্তমান বাজার মূল্যের চেয়েও বেড়ে গেছে।

এর ফলে কোম্পানিটির উৎপাদিত পণ্য বাজারজাত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই কোম্পানিটি গতকাল ১০ জানুয়ারি থেকে সাময়িক সি-শিফটের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, পিভিসি রেসিন সরবরাহ আবার শুরু হলে এবং পরিস্থিতি উন্নতি হলে কোম্পানিটি উৎপাদন শুরু করবে।

অর্থসূচক/এসএ/

তুমি এটাও পছন্দ করতে পারো
মন্তব্য
Loading...