ট্রাম্পকে উগ্রবাদী কর্মকাণ্ড ছাড়ার আহ্বান বাইডেনের

ট্রাম্পকে উগ্রবাদী কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) এক টুইট বার্তায় ট্রাম্পকে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন জো বাইডেন।

জো বাইডেন বলেন, আমাকে খুব পরিষ্কার করে দেওয়া উচিত: ক্যাপিটালে (পার্লামেন্ট) ট্রাম্প সমর্থকদের বিশৃঙ্খলার দৃশ্যগুলি আমরা দেখেছি। আমাদের ইতিহাস এই বিশৃঙ্খলা উপস্থাপন করে না। আমরা যা দেখছি তা হলো অনাচারে লিপ্ত কিছু সংখ্যক উগ্রবাদী। এটি ভিন্নমত নয়, এটি ব্যাধি। এটি রাষ্ট্রদ্রোহের শামিল এবং এটি এখই শেষ হতে হবে।

বুধবার অধিবেশন চলাকালে হঠাৎ করেই ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলা করে। তারা সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। এসময় গোলাগুলির ঘটনা ঘটে। সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ হয়ে একজন নারী নিহত হয়েছেন। ওই অধিবেশনে জো বাইডেনের জয় অনুমোদনের কথা ছিল।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.