ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১২৮ লাখ ৮২ হাজার ৯৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৭৫ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এসএস স্টিল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
জিবিবি পাওয়ার ৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
বেক্সিমকো ফার্মা ২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিডি থাই, বেক্সিমকো, ডিবিএইচ, ফাইন ফুডস, গ্রামীন স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, কেপিপিএল, লাফার্জহোলসিম, লিন্ডেবিডি, এমএল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, নাভানা সিএনজি, এনসিসি ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, রবি, স্কয়ার ফার্মা ও ইউসিবি।
অর্থসূচক/এসএ/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.