পাকিস্তানের ফিল্ডিংয়ের সমালোচনায় আলিম দার

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে শেষ পর্যন্ত লড়াই করেছে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয়েছে তাদের। সেই ম্যাচে কিউইদের কাছে ১০১ রানের পরাজয় বরণ করতে হয়েছে সফরকারীদের। ফলে ম্যাচ হারলেও লড়াকু মানসিকতার কারণে প্রশংসা কুড়িয়েছিল পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় টেস্টে ঠিক উল্টো পারফরম্যান্স করছে দলটি। ক্রাইস্টচার্চে নিজেদের প্রথম ইনিংসে ২৯৭ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এরপর বল হাতেও হতাশা উপহার দিয়েছেন নাসিম শাহ, মোহাম্মদ আব্বাসরা। কেন উইলিয়ামসন, হ্যানরি নিকোলসরা তাদের পাড়ার বোলার বানিয়ে দিয়ে স্কোরবোর্ডে তুলেছেন ৬৫৯ রান।

শুধু বাজে বোলিংই না। এই টেস্টে ফিল্ডিংয়েও যাচ্ছেতাই পারফরম্যান্স করছেন পাকিস্তানের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের ইনিংসে অন্তত ৭টি ক্যাচ ছেড়ে দিয়েছেন পাকিস্তানের ফিল্ডাররা। যার সুযোগ নিয়ে রানের পাহাড় গড়েছেন কিউই ব্যাটসম্যানরা। এমন ফিল্ডিংয়ের সমালোচনা করে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং আম্পায়ার আলিম দার বলেছেন, ‘ম্যাচ জেতার জন্য ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ফিল্ডিং খুবই হতাশার। দুই টেস্টেই পাকিস্তান বেশ কিছু ক্যাচ হাতছাড়া করেছে। এটার জন্য পাকিস্তানকে অনেক ভুগতে হচ্ছে।’

আগামী ১৬ জানুয়ারি পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দিয়ে দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে প্রোটিয়ারা। এর ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কৃতিত্ব দিয়ে দার বলেছেন, ‘আমি দারুণ আনন্দিত শীর্ষ দলগুলো পাকিস্তানে আসছে এবং পিসিবি এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে দারুণ ভূমিকা রাখছে।’

 

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.