ইউএই-তে কেনাকাটায় বিশেষ মূল্যছাড় পাবেন এমিরেটস যাত্রীরা

পুনরায় ‘মাই এমিরেটস পাস’ চালু করেছে এমিরেটস এয়ারলাইন। মাই এমিরেটস পাস মূলত বোর্ডিং পাস, যা ব্যবহার করে এমিরেটস যাত্রীরা সংযুক্ত আরব আমিরাতের ৪৫০টির অধিক রেস্টুরেন্ট, আকাশ কেন্দ্র ও রিটেইল আউটেলে বিশেষ সুবিধা ও মূল্যছাড় পাবেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীদের জন্য এটি প্রযোজ্য হবে। এমিরেটস বোর্ডিং পাস ও একটি বৈধ পরিচয়পত্র দেখিয়েই নির্ধারিত স্থানে সুবিধাগুলো পাওয়া যাবে।

এ ক্যাম্পোইনের অধীনে ৩ শতাধিক রেস্টুরেন্ট, বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেলে অবস্থিত ৩৫টির অধিক স্পা-তে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় অফার করা হচ্ছে। মাই এমিরেটস পাস ব্যবহার করে আটলান্টিস একুয়াভেনচার, এট দ্য টপ বুর্জ খলিফাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেও বিশেষ সুবিধা সুবিধা পাবেন এমিরেটস যাত্রীরা।

ব্যবসা ও পর্যটনের জন্য দুবাই বর্তমান উন্মুক্ত। এমিরেটস যাত্রীরা ইচ্ছে করলে ঢাকায় অবস্থিত এয়ারলাইন অফিস সেলস কাউন্টার থেকে দুবাই ভিসা পেতে পারেন। এমিরেটস বর্তমানে ঢাকায় দৈনিক ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.