৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে আয়কর রিটার্ন জমা দাখিল

২০১৯-২০ অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে আয়কর রিটার্ন জমা দাখিল। সদ্য বিদায়ী বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ২৪ লাখ ৯ হাজার ৩৫৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।

আজ সোমবার (৪ জানুয়ারি) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের অর্থবছরের একই সময়ের চেয়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৩ শতাংশ।

এনবিআর জানায়, ২০২০-২০২১ অর্থবছরের আয়কর আদায়ের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর সংগৃহীত হয়েছে ৩৪ হাজার ২৩৮ কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবছর সরকার অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিশেষ সুযোগ দেয়। এ সুযোগে অভূতপূর্ব সাড়া দিয়েছেন করদাতারা।

চলতি অর্থবছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ২০৫ জন করদাতা ২২ কোটি ৮৪ লাখ অপ্রদর্শিত টাকা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ কোম্পানিতে বিনিয়োগ করেছেন। এছাড়া ৭ হাজার ৪৪৫ জন করদাতা ৯৩৯ কোটি ৭৬ লাখ অপ্রদর্শিত টাকা সাদা করেছেন। এর ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১০ হাজার ২২০ কোটি টাকা সাদা হয়েছে।

অর্থসূচক/এনএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.