দুবাই-লন্ডন রুটে নতুনভাবে সজ্জিত এমিরেটসের এয়ারবাস

প্রিমিয়াম ইকোনমি শ্রেণি আসন এবং সম্পূর্ণ নতুনভাবে সুসজ্জিত সকল কেবিনসহ এমিরেটসের ফ্ল্যাগশিপ দ্বিতল এয়ারবাস এ-৩৮০, আজ সোমবার (৪ জানুয়ারি) থেকে দুবাই-লন্ডন হিথ্রো রুটে চলাচল শুরু করেছে।

এমিরেটস সম্প্রতি তাদের সর্বশেষ ডেলিভারিপ্রাপ্ত এই এ-৩৮০ উড়োজাহাজে প্রিমিয়াম ইকোনমি শ্রেণি আসন উদ্বোধন করেছে। বহুবিধ সুবিধা সমৃদ্ধ এই আসনগুলোর সিট পিচ সর্বাধিক ৪০ ইঞ্চি। উড়োজাহাজের সাধারণ ইকোনমি শ্রেণির আসনগুলোকেও আরও উন্নত করা হয়েছে। অনবোর্ড লাউঞ্জ ও শাওয়ার স্পাসহ প্রথম ও বিজনেস শ্রেণির অন্যান্য সেবাগুলোতেও নতুনত্ব এনেছে এমিরেটস। সকল কেবিনের রঙ ও ফিটিংসেও আনা হয়েছে পরিবর্তন।

প্রাথমিকভাবে যাত্রীরা তাৎক্ষণিক আপগ্রেডের ভিত্তিতে সৌজন্যমূলকভাবে প্রিমিয়াম ইকোনমি আসনে ভ্রমণের সুযোগ পাবেন।

বর্তমানে লন্ডনের হিথ্রোতে পরিচালিত এমিরেটসের দৈনিক ৫টি ফ্লাইটের মধ্যে ৪টিই পরিচালিত হচ্ছে এ-৩৮০ উড়োজাহাজের সাহায্যে। বার্মিংহাম ও গ্লাসগোতে দৈনিক ফ্লাইট ছাড়াও বার্মিংহামে এমিরেটস সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনা করছে।

এমিরেটসের নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ৯৯টি নগরীতে বিস্তৃত, ঢাকায় পরিচালিত হচ্ছে দৈনিক ২টি করে ফ্লাইট।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.