লবণ বোঝাই কার্গো জিম্মি করে চাঁদা দাবি

চাঁদার দাবিতে মাঝি মাল্লাসহ লবণ বোঝাই একটি কার্গো জিম্মি করে রেখেছে জলদস্যু গ্রুপ। কক্সবাজার থেকে সাগর পথে নারায়ণগঞ্জে যাওয়ার পথে লবণ বোঝাই কার্গোটি জিম্মি করে জলদস্যুরা।

কক্সবাজারের লবণ ব্যবসায়ী মশিউর রহমান রাজন জানান, শুক্রবার বিকেলে সাড় ৭ হাজার মণ লবণ নিয়ে কক্সবাজার সদরের ইসলামপুর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল এমভি জয়নাল নামের কার্গো-ট্রলারটি। ৭ মাল্লাসহ ট্রলারটি চকরিয়ার বদরখালী পার হওয়ার সময় জালাল নামের একটি জলদস্যু গ্রুপ চাঁদার দাবিতে জিম্মি করে।

এরপর লবণ ব্যবসায়ী মসিউর রহমান বিষয়টি শনিবার সকালে ৯৯৯ কে জানান। পুলিশ ব্যবস্থা নিচ্ছেন বলে তাকে জানিয়েছেন।

ট্রলারের আরেক মাঝি আব্দুর রহিম মুঠোফোনে জানান, জলদস্যু গ্রুপটি তাদেরকে বদরখালীর ১ নম্বর ব্লকের গোদার গুনা এলাকায় জিম্মি করে রেখেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জোবায়ের বলেন, আমরা এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি এখনো। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.