করোনা নিয়ন্ত্রণে বলেই উন্নয়নের চাকা ঘুরছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই দেশে উন্নয়নের চাকা ঘুরছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেন, করোনাকালীন সময়ে বিভিন্ন দেশে ১৮ লাখ মানুষ করোনায় মারা গেছে, আক্রান্ত হয়েছে ৮ কোটি মানুষ। এতে অর্থনীতি ভঙ্গুর অবস্থা পড়েছে। অনেকে উন্নয়নশীল দেশে অর্থনীতির সূচক মাইনাস হয়েছে। কারণ ওই সবদেশে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি বলে তাদের দেশের এই অবস্থা।

শুক্রবার (০১ জানুয়ারি) রাতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, বিএনপিসহ অনেকেই ঘরে বসে নিরাপদে থেকে সমালোচনা করতে পারেন। কিন্তু তারা করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তাই পৌর নির্বাচনে মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন। আগামীতে দেশে যত নির্বাচন হবে ভোটার তাদের প্রত্যাখ্যান করবেন।

তিনি বলেন, পৌর নির্বাচনে প্রমাণ হলো মানিকগঞ্জবাসী নৌকার পক্ষে ও উন্নয়নের সাথে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে মানিকগঞ্জবাসী ভোট দিয়েছেন। এই ভোট উন্নয়নের বিজয়, নৌকার বিজয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নব নির্বাচিত কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, রাজিয়া সুলতানা প্রমুখ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.