ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরীক্ষা-নিরীক্ষা চালাবে না বাংলাদেশ

করোনা পরিস্থিতির মধ্যে অনেক দেশই সফর করছে বিভিন্ন দেশ। ওয়েস্ট ইন্ডিজও এই মহামারির মধ্যে ক্রিকেট খেলে বেড়িয়েছে বিভিন্ন দেশে। এরই ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট আর ৩ ওয়ানডে দিয়ে নতুন বছরে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। অবশ্য এই সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে আসছে না ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন বাংলাদেশ সফর থেকে দেশটির অনেক ক্রিকেটারই নিজেদের সরিয়ে নিয়েছেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ শক্তির দল না পাঠানোর কারণে হতাশ প্রকাশ করে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমরা সফলভাবে দুইটি টুর্নামেন্ট আয়োজন করেছি। এ সময়ে কোনো খেলোয়াড়, কোনো অফিসিয়াল করোনায় আক্রান্ত হয়নি। স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি আমরা সচেতন। সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো দলকে আমরা আতিথেয়তা দিতে পারি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবখানেই খেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ বেশ কয়েকটি সফর করলো। তারা নিউজিল্যান্ড সফর করে এলো। এর আগে ইংল্যান্ডে গিয়েছিল। ইংল্যান্ড যে প্রটোকল অনুসরণ করেছে, আমরাও সেটা করেছি। সেক্ষেত্রে আমাদের এখনে সফর করা ঝুঁকির কিছু ছিল না। এজন্য আমি বলবো এটা কিছুটা দুঃখজনক।’

ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ শক্তির দল নিয়ে না আসলেও বাংলাদেশ এই সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাবে না জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। আমরা আমাদের সেরা দল নিয়ে মাঠে নামবো। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট। আমাদেরকে অবশ্যই জেতার চিন্তা করতে হবে। কে আসল, কে না আসল এটা দল নির্বাচনে প্রভাব ফেলবে না।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.