ব্লক মার্কেটে ১০৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৬ লাখ ২১ হাজার ৯৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৯ কোটি ২ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের। কোম্পানিটি ৩৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

রেনেটা লিমিটেড ১৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আইপিডিসি ফিন্যান্স ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৯৮ লাখ, বিকন ফার্মা ৭ কোটি ৬৯ লাখ, বেক্সিমকো ১ কোটি ৪৪ লাখ, ব্রাক ব্যাংক ১ কোটি ৫৮ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ১ কোটি ৩৮ লাখ, ফরচুন সুজ ২ কোটি ১২ লাখ, গ্রামীণফোন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি, নাভানা ফার্মা ১ কোটি ৭৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ২ কোটি ৭৬ লাখ, সী পার্ল বীচ ৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.