রাজশাহীতে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জেলার চারঘাট উপজেলায় অভিযান শুরু করেছে পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়েছে। অভিযানকালে শাহেদ নামে এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, যৌথবাহিনীর অভিযান শুরুর খবরে উপজেলার বিভিন্ন এলাকা প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে আত্মগোপন করেছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোতুর্জা রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, চারঘাটে পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথবাহিনীর অভিযান চলছে। এরই মধ্যে উপজেলার ঝিকড়া, মাড়িয়া, অনুপমপুর, শলুয়া ও আস্করপুরসহ আরও কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানকালে শাহেদ নামে এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।