ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৪৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ১৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিবিএইচ ৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এসকে ট্রিমস ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা ২ কোটি ৬২ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৪২ লাখ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স ৪ কোটি ৩৪ লাখ, আইএফআইসি ব্যাংক ১ কোটি ৪ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৪ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৩২ লাখ, কাশেম ইন্ডাস্ট্রিজ ১ কোটি ১৫ লাখ, সাউথ বাংলা ব্যাংক ৩ কোটি ২২ লাখ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.