লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। রোববার কোম্পানিটির মোট ৩৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটি মোট ৩১ লাখ ২৬ হাজার ৪৯টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ৯৫ লাখ ৬ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ২ লাখ টাকা।
তিতাস গ্যাস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৪ লাখ ৯৭ হাজার ১৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ২১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, শাইনপুকুর সিরামিকস, এসিআই ফরমুলেশন, কাট্টালি টেক্সটাইল, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও গোল্ডেন সন লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.