ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

ভারত একটি পাঁচ হাজার কিলোমিটার পার্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভারতের বিজ্ঞানী ও সামরিক বিশেষজ্ঞরা দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে।

ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে উত্তর ভারতের উড়িষ্যার এপিজে আবদুল কালাম উপদ্বীপ থেকে অগ্নি-৫ নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রথমে ব্যবহার না করার নীতি’ অনুসরণ করেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। তিন ধাপের সলিড ফুয়েল পরিচালিত ইঞ্জিনের এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

এর আগে আরো সাতবার ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ২০১২ সালের ১৯ এপ্রিল সর্বপ্রথম ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.