প্রকাশ করা হলো ২০১৯ সালের সেরা নায়ক-নায়িকা, পরিচালক, সেরা ছবির নাম। তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেল, ২০১৯ সালের জন্য মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে।
২০১৯ সালের প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায় ক্যারিয়ারে দ্বিতীয়বারের খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। তিনি ‘সাপলুডু’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতার পুরষ্কার পাচ্ছেন।
এর আগে ২০১৭ সালের ছবি ‘হালদা’য় খল চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তাকে পুরস্কৃত করা হয়।
প্রসঙ্গত, হুমায়ূন আহমেদ পরিচালিত “শ্রাবণ মেঘের দিন” জাহিদ হাসানের অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচিত্র। এই চলচ্চিত্রে মতি চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
অর্থসূচক/এএ/এমএস