ব্লক মার্কেটে ৬৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৪ লাখ ৯৪ হাজার ৬১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৬ কোটি ৮০ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রেনেটা ১০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ফরচুন সুজ লিমিটেড ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস, আল-হাজ্ব টেক্সটাইল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, অ্যাপেক্স ফুডস, আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড, বিডিকম অনলাইন, বিকন ফার্মা,বেক্সিমকো গ্রীণ সুকুক, বাংলাদেশ সাবমেরিন কেবল, ঢাকা ব্যাংক, ডরিন পাওয়ার, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, যমুনা ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, লংকবাংলা ফিন্যান্স, লিন্ডেবিডি, ম্যাকসন্স স্পিনিং, ম্যারিকো, মারকেন্টাইল ব্যাংক, মেট্রো স্পিনিং, এনসিসি ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, ওয়ান ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, ফনিক্স ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনেটা, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সোস্যাল ইসলামী ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, স্ট্যান্ডার্ড ব্যাংক, তিতাস গ্যাস, ভিএফএস থ্রেড ডাইং, ইয়াকিন পলিমার ও জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.