কাশফুলের ছোঁয়া পেতে দর্শনার্থী আনাগোনা
কাশফুল মূলত ছনের মতো এক ধরনের ঘাস। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে। শরত আসলেই সাদা ধবধবে কাশফুল ফোঁটে।আর এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখতে গ্রীণ মডেল টাউনে আসে নানা শ্রেনীর মানুষ।
সময়কে ধরে রাখতে সেলফিতে ব্যস্ত সবাই
কাশফুলকে মানিয়ে সেজেছে দর্শনার্থীরা
কাশফুল বনে হারিয়ে যাচ্ছে প্রকৃতি প্রেমীরা
মনে হচ্ছে কাশফুলের বনে বিভিন্ন রঙের ফড়িং দর্শনার্থীদের সাথে খেলা করছে
খেলাধুলায় মেতেছে পাখিরাও
সৌন্দর্য উপভোগ করতে বসে নেই পোকা-মাকড়রাও
স্থান: গ্রীণ মডেল টাউন ও নন্দীপাড়া
অর্থসূচক/এমএস