ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ৯৩ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৭৮ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো লিমিটেড ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-এসিআই ফরমুলেশনস, একমি ল্যাবরেটরিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আর্গন ডেনিম,বিএটিবিসি, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিডি ল্যাম্পস, বিডি থাই ফুড, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, ই-জেনারেশন, ফু-ওয়াং সিরামিকস, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, লিন্ডেবিডি,ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং,ম্যারিকো, মেট্রো স্পিনিং, বিডি মনোস্পুল, নাভানা সিএনজি,ন্যাশনাল পলিমার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স,পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রহিমা ফুড, আরএকে সিরামিকস, রেকিট বেনকিজার, রবি, সায়হাম কটন, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, সিঙ্গার বিডি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা,স্ট্যান্ডার্ড সিরাকিস, সামিট পাওয়ার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ওয়ালটন হাইটেক ও ইয়াকিন পলিমার লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.