ব্লক মার্কেটে ৭১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৩৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ১২  লাখ ৩২ হাজার ৬৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭১ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইউনিাইটেড কমার্শিয়াল ব্যাংক ১৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

পাইওনিয়র ইন্স্যুরেন্স ৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল,  সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ডেল্টা স্পিনার্স, ডোমিনেজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, ইসলামী ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, কাট্টালি টেক্সটাইল,এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এম.এল ডাইং, মুন্নু সিরামিক, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল ফিড, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ওয়ান ব্যাংক, পিএফফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড ও উত্তরা ব্যাংক লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.