আজ মঙ্গলবার (২৮ জুলাই) শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে নূর টাওয়ার, ১৪/৪, নর্থ-ওয়েস্ট যাত্রাবাড়ি, ঢাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের যাত্রাবাড়ি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোঃ মোস্তফা খায়েরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।