শুক্রবার দেশের সকল তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।
হরতাল-অবরোধের কারণে ব্যাকিং কার্যক্রম ব্যাহত হওয়ায় জনস্বার্থে শুক্রবার দেশের সকল ব্যাংকের সকল শাখা খোলা রাখার এ নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,ক্যাশ ও ক্লিয়ারিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলো খোলা রাখতে বলা হয়েছে। এক্ষেত্রে ব্যাংকের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এর আগে গত ৬ ডিসেম্বর শুক্রবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকে স্বাভাবিক লেনদেন হয়েছিল।