করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীবাসী যখন ঘরে, ঠিক তখনই ঢাকার প্রকৃতি আর পরিবেশে ঘটেছে পরিবর্তন। নেই তেমন ধুলোবালি। রাস্তাতেও নেই ধোঁয়া। ফুরফুরে বাতাসে তরতর করে বেড়ে উঠছে সড়কদ্বীপের গাছ। অন্যরকম এক আবেশ ছড়াচ্ছে প্রকৃতি। দেখলে হয়তো বিশ্বাস হতে চাইবে না, খোদ ঢাকার রাজপথের এই রূপ।
সড়কদ্বীপে ফুলের রাজত্ব।
চৈত্রের তপ্ত দুপুরে লালের বাহার।
মৃতপ্রায় দেহে যেন প্রাণের সঞ্জীবনী।
ইট পাথরের শহরে অজানা ফুলের হাতছানি।
নীল আকাশের নীচে সবুজের সমারোহ।
এক চিলতে আকাশে একটুখানি উঁকি।
খা খা রদ্দুর আর জনশূন্য পথে বর্ণিল ফুলের বাহার।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন মেহেদী হাসান রানা।
অর্থসূচক/কেএসআর