কেরানীগঞ্জের রুহিতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আসাদুলের স্ত্রী রেশমা বেগম (৩০)।
আজ শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো- আসাদুল হক (৪০) ও তার ছেলে সোহান (৬)।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকের মোহাম্মদ জোবায়ের জানান, দুপুরে রুহিতপুর বাজারের পাশে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। আহত রেশমা ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তিন জনকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু ও তার বাবাকে সোয়া তিনটার দিকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
অর্থসূচক/এএইচআর