চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে পাঁচ কোটি ভারতীয় রুপিসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অবৈধ মুদ্রা বহন করায় এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। রোববার বিকেল ৫ টার দিকে ওমান এয়ারলাইন্সের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইট থেকে এই আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকে এই ফ্লাইটে করে ভারতীয় মুদ্রা আসার তথ্য পাওয়ায় ইমিগ্রেশনের স্ক্যানিং মেশিনে বাড়তি নজর রাখা হয়। বিষয়টি সত্যতা পাওয়ার পর যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় মুদ্রায় সাড়ে ৫ কোটি রুপি আটক করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি টাকা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা নিশ্চিত করেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।