ফরিদপুর শহরের পূর্বখাবাসপুরের শান্তিবাগ এলাকার একটি বাড়ি থেকে পুলিশ ১৯টি পেট্রোল বোমা ও ছয়টি ককটেলসহ তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেল তিনটার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করে। এসময় মো. নকিবুল (১৮), মো. জামান (১৮) ও মো. রাকিবুল (১৯) নামে তিন শিবির কর্মীকে আটক করে।
অভিযান শেষে ঘটনাস্থলেই এক প্রেসব্রিফিংএ ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করে। এসপি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে বিজয় দিবসে নাশকতা সৃষ্টির উদ্দেশে তারা বোমা ও ককটেল বানিয়েছিল। তিনি জানান, এদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।