রাজধানীর কুড়িল ফাইওভারের আশপাশ রঙিন হয়ে আছে কৃষ্ণচূড়ার রঙে। বিশেষ করে ফ্লাইওভার লাগোয়া ঝিলের দু’পাশে কৃষ্ণচূড়া গাছের সারি অদ্ভূত সুন্দর ব্যঞ্জনা সৃষ্টি করেছে। ছবিগুলো তুলেছে তাসফিয়া তাহসিন পূর্ণতা
কুড়িল হয়ে এয়ারপোর্ট ও ৩শ ফিট সড়কে আসা-যাওয়ার পথের পাশে পড়ে এই ঝিল
ঝিল পাড়ের বর্ণিল শোভা
ঝিলের সৌন্দর্য দেখতে ঝুঁকি নিয়ে কেউ কেউ ওঠে পড়েন কুড়িল-এয়ারপোর্ট ফ্লাইওভারের ওপর
সবুজ-হলুদ-লাল-সাদা’র ঝলক
রঙের বাহার আরও বেড়ে যায় দামাল ছেলেদের প্রাণোচ্ছ্বাসে
ঝিলের জলে রঙের আভা
হাত বাড়ালেই যেন ছোঁয়া যায় তারে
ঝিলের কাছে খেঁজুর গাছে কাঁচা-পাকা খেঁজুরের থোকা