গত সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। সপ্তাহজুড়ে এ কোম্পানির ৪ কোটি ৫৭ লাখ ৪ হাজার ৫টি শেয়ার লেনদেন হয়েছে ১৬১ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের অধিকাংশ সময় এ শেয়ারের দর ঊর্ধ্বমুখী থাকায় সপ্তাহ শেষে শেয়ার দর ৩ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। তবে সপ্তাহের শেষ কার্যদিবস এ শেয়ারের দর ১ টাকা ১ পয়সা বা ৩ দশমিক ০৯ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৩৪ টাকা ৭ পয়সায়। এদিন ২ হাজার ৩৮২ হাওলায় এ কোম্পানির ৫১ লাখ ৫৪ হাজার ৫টি শেয়ার লেনদেন হয়। এছাড়া সপ্তাহের অধিকাংশ সময় এ কোম্পানিকে টার্নওভার তালিকায় উঠে আসতে দেখা গেছে।
‘এ’ ক্যাটাগরির জেনারেশন নেক্সট ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৬৮ কোটি ৭০ লাখ টাকা। এর মোট ১৬ কোটি ৮৭ লাখ ১৭ হাজার ৬০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালক ৫৫ দশমিক ৩৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২১ দশমিক ৫৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩ দশমিক ০৪ শতাংশ।
৩১ ডিসেম্বর ২০১২ সালের জন্য কোম্পানিটি ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। এ শেয়ারের বর্তমান পিই রেশিও ১৫ দশমিক ৪।