উদ্বোধনের ১২ ঘণ্টা পরেই ঠাকুরগাঁও চিনিকলের আখমাড়াই বন্ধ হয়ে গেছে। মিল কর্মকর্তাদের মতে যান্ত্রিক ত্রুটির কারণেই বন্ধ হয়ে গেছে। আখ চাষিদের মধ্যে নেমে এসেছে হতাশা।
শনিবার ভোরে যান্ত্রিক ক্রুটির কারণে আকস্মিক ভাবে এই চিনিকলের উৎপাদন বন্ধ হয়ে যায়। শুক্রবার সন্ধ্যা ৬টায় ২০১৩-১৪ মৌসুমের আখ মাড়াইয়ের যাত্রা শুরু হয়।
চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানান, কারখানার বয়লারের টিউব বিকল হওয়ায় মিল বন্ধ রয়েছে। তবে শনিবার বিকেলের মধ্যেই পুনরায় আখমাড়াই শুরু হবে বলে জানান তিনি।
জানা যায়, এবার ঠাকুরগাঁও চিনিকলে এক লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে আট হাজার ৫০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। চিনিকলটি চালু থাকবে ৮৫ দিন । চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ শতাংশ।