
শহীদ বুদ্ধিজীবি দিবস স্মরণে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের প্রধান বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল ৮ টায় দলের শীর্ষনেতা ও হাজারের অধিক কর্মী সমর্থক নিয়ে মিরপুরের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে বাংগালী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বেগম জিয়া।
এরপর, জাতির গর্ব এই শ্রেষ্ঠ সন্তানদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন তিনি।
এসময় বেগম জিয়ার সাথে আরও উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, জয়নুল আবেদীন ফারুক সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এমআর/