পুঁজিবাজারের স্টেকহোল্ডারদের জন্য আয়োজিত ক্যাপিটাল মার্কেট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয় পেয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড। সোমবার রাতে রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামকে (সিএমজেএফ) টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল।

ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন ইউনাইটেড সিকিউরিটিজের অধিনায়ক রাজীব অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তথা সেরা খেলোয়াড় হয়েছেন স্টক অ্যান্ড বন্ডের আদেশ। তিনি মোট ৭টি গোল করেছেন।
টুর্নামেন্টে তৃতীয় সেরা দল হয়েছে স্টক এন্ড বন্ড লিমিটেড। সোমবার রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা স্টক এক্সচেঞ্জকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

সোমবার রাত ৮টায় হ্যান্ডবল ফেডারেশনের স্টেডিয়ামে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফরাম ও ইউনাইটেড সিকিউরিচিজ লিমিটেড পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে। শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। একপক্ষ আরেক পক্ষের সীমানায় ঘন ঘন আক্রমণ করতে থাকে। দুই দলই দুটি করে গোল করতে সমর্থ হয়।
নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় তা টাইব্রেকারে গড়ায়। ফলাফল নির্ধারণে শুরু হয় প্রচন্ড চাপের পর্ব। অধিনায়ক ও গোলকিপারের দৃঢ়তায় উৎরে যায় ইউনাইটেড সিকিউরিটিজ। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান। অনুষ্ঠঅনে বিশেষ অতিথি ছিলেন ডিএসই ব্রোকারর্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি শাকিল রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএমবিএ সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজেদুল ইসলাম এবং টুর্নামেন্টের স্পন্সর বিবিএস ক্যাবলস লিমিটেডের কোম্পানি সচিব নাজমুল আহসান প্রমুখ। বিজয়ী দল ও রানারআপ দলের হাতে ট্রপি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
গত গত ২২ নভেম্বর ক্যাপিটাল মার্কেট ফুটবল টুর্নামেন্টে শুরু হয়। এতে ৪টি গ্রুপে ভাগ হয়ে ১৭টি দল অংশ নিয়। অংশগ্রহণকারী টিমগুলোর মধ্যে রয়েছে -সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ (সিডিবিএল), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ), আইডিএলসি সিকিউরিটিজ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ইউনাইটেড সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইবিএল সিকিউরিটিজ, মিডওয়ে সিকিউরিটিজ, বিডি সানলাইফ সিকিউরিটিজ, স্টক অ্যান্ড বন্ড, ইউনিক্যাপ সিকিউরিটিজ, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ।