1. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রীন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে-
ক) জ্বালানিবাস্প খ) ক্লোরফ্লোর কার্বন গ) কার্বনডাই অক্সাইড ঘ) মিথেন
উত্তর: কার্বনডাই অক্সাইড
2. কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়?
ক) লোহিত কণিকায় খ) শ্বেত কণিকায় গ) রক্তরসে ঘ) সব জায়গায়
উত্তর: রক্তরসে
3. একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা সাধারণত
ক) ৯৮০ ফা. খ) ৯৭.৮০ ফা. গ) ৯৮.৪০ ফা. ঘ) ৯৬.৭০ ফা.
উত্তর: ৯৮.৪০ ফা.
4. সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল –
ক) জিপসাম খ) সালফার গ) সোডিয়াম ঘ) খনিজ লবণ
উত্তর: জিপসাম
5. কোন খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আমিষ নেই?
ক) মাছ খ) আনারস গ) ডাল ঘ) দুধ
উত্তর: আনারস
6. .নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড
ক) P4O10 খ) MgO গ) CO ঘ) ZnO
উত্তর : MgO
7. কোন খাদ্যে প্রোটিন বেশি ?
ক) ভাত খ) গরুর মাংস গ) মসুর ডাল ঘ) ময়দা
উত্তর:মসুর ডাল
8. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-
ক) পাখির গায়ে বিদ্যুৎ রোধী আবরণ থাকে খ) পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না গ) বিদ্যুৎ স্পৃষ্ট হলেও পাখি মরে না
ঘ) মটির সঙ্গে সংযোগ হয় না
উত্তর: মটির সঙ্গে সংযোগ হয় না
9. ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-
ক) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ খ) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
গ) কনসেনট্রেটেড নাইট্রিক এসিড ঘ) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
উত্তর: কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
10. কোনটি রক্তের কাজ নহে?
ক) কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা খ) ক্ষুধাস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা গ) হরমোন বিতরণ করা
ঘ) জারক রস বিতরণ করা
উত্তর: জারক রস বিতরণ করা
11. এক গ্রাম পানির তাপমাত্রা ২০ হতে ৩০ সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
ক) ১০ ক্যালরি খ) ২ ক্যালরিস গ) ৩ ক্যালরি ঘ) ৪ ক্যালরি
উত্তর: ১০ ক্যালরি
12. বৈদ্যুতিক বাল্ব তড়িত্শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
ক) আলোকশক্তি খ) তাপশক্তি গ) যান্ত্রিকশক্তি ঘ) (A+B)
উত্তর: (A+B)
13. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –
ক) জুওলজী খ) বায়োলজী গ) ইভোলিউশন ঘ) জেনেটিক্স
উত্তর: ইভোলিউশন
14. How much time does the earth take to rotate around its axis?
ক) 365 days খ) 24 hours গ) 366 days ঘ) 12 hours
উত্তর: 24 hours
15. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?
ক) আয়োডিন খ) লৌহ গ) ভিটামিন ঘ) ক্যালসিয়াম
উত্তর: লৌহ
16. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল –
ক) নাইট্রিক এসিড খ) সালফিউরিক এসিড গ) এমোনিয়াম ক্লোরাইড ঘ) হাইড্রোক্লোরিক এসিড
উত্তর: সালফিউরিক এসিড
17. পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে
ক) এলুমিনিয়াম খ) সিলিকন গ) কার্বন ঘ) হাইড্রোজেন
উত্তর: সিলিকন
18. যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে?
ক) জারক খ) বিজারক গ) আইসোটোপ ঘ) অম্ল
উত্তর: বিজারক
19. জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়?
ক) অমাবস্যায় খ) একাদশীতে গ) অষ্টমীতে ঘ) পঞ্চমীতে
উত্তর : অমাবস্যায়
20. যে তড়িৎযন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করা হয় তাকে কি বলে?
ক) জেনারেটর খ) মোটর গ) চুম্বক ঘ) আইপিএস
উত্তর: জেনারেটর
অর্থসূচকের সাথে থাকতে লাইক করুন অর্থসূচকের ফেসবুক পেজে।