শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে পাবনা শহরের দিলালপুরস্থ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, আজ ভোর রাতে দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ও পেট্রল বোমা মেরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়ির দরজা ও জানালাসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।