ব্যাংক এশিয়া লিমিটেড ঢাকা অফিসের জন্য “এসিসট্যান্ট রিলেশনশিপ অফিসার” পদে লোক নেবে। এই পদের আবেদন করতে পারবেন স্নাতক পাশ করা হলে। তবে কোন পরীক্ষাতে থার্ড ডিভিশন গ্রহণযোগ্য নয়।
আবেদন করতে হবে ১৫ এপ্রিলের মধ্যে। আবেদন করতে হবে www.bankasia-bd.com/career/ এই ঠিকানায়।
সার্কুলারটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন: