সময় ফুরিয়ে যাচ্ছে। সমঝোতার বিষয়টিও কঠিন হয়ে পড়ছে। তারপরও দেশের দুই প্রধান জোটের এখনো এই সুযোগ রয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমদ।
শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপির নির্বাচনে আশার এখনও সুযোগ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কাজী রকিব উদ্দিন আরও বলেন, সবাই যদি একটি বাস্তবসম্মত সিদ্ধান্তে আসেন, তা হলে উনারাই বলে দেবেন আমরা কী করব।
বিভিন্ন জায়গায় যে নির্বাচনী সরাঞ্জামাদির সংকট রয়েছে এ বিষয়ে তিনি বলেন, সারা দেশে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম আছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো নিয়ে তারা সমস্যার সমাধান করবেন।
কবির/