দিনাজপুর-৬ আসনের এমপি ড. আজিজুল হক চৌধুরীর তেলের পাম্পে অগ্নিসংযোগ ও পাম্প সংলগ্ন ব্যক্তিগত অফিসে ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় ৬/৭‘শ মুখোশধারী দূর্বৃত্তরা এ হামলা চালায়।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লা আল সাইদ জানান, ‘দূর্বৃত্তরা পাম্পটিতে পার্কিং করা ৪টি চাল বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে। এতে দু’টি ট্রাকের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাম্পটির দু’টি তেল মাপার মিটার ও ব্যক্তিগত অফিসের আসবাবপত্র ভাংচুর করেছে তারা। এ অভিযোগে বিকেল সাড়ে ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নবাবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাকি/