রাজশাহী র্যাবের রেলওয়ে কলোনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে রশিদুল ইসলাম রশিদ নামের এক অস্ত্র ব্যবসায়ীকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার বিকেলে নওগাঁর ধামুইরহাট উপজেলার গ্যাংরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাশিদুল নওগাঁর ধামুইরহাট উপজেলার ধানতারা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রশিদুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা করে আসছিল। তাকে হাতেনাতে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার বিকেল থেকে র্যাবের সাদা পোশাকের একটি দল গোয়েন্দা নজরদারিতে রাখে। এক পর্যায়ে র্যাবের গোয়েন্দা দল অস্ত্র বিক্রির সময় তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এআর