ভারতের বাদোদারা থেকে মনোনয়ন জমা দিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। দুপুরের দিকে দলীয় কর্মীদের নিয়ে রোডশোর পর কালেক্টরের দফতরে চলতি লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন তিনি।
বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে ভারতের ১৬ তম লোকসভা নির্বাচন শুরু হয়েছে। এটি নয়টি পর্বে সমাপ্ত হবে। ওই দিন প্রথম পর্বের ভোট আসাম ও ত্রিপুরা থেকে শেষ হয়েছে। আজ চলছে দ্বিতীয় পর্বের ভোট। আগামী ৩০ এপ্রিল রয়েছে গুজরাট লোকসভা ভোট। এ উপলক্ষ্যে গুজরাটের বাদোদারা আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির এই নেতা।
মোদীর বিরুদ্ধে এই আসনে কংগ্রেস প্রার্থী মধুসূদন মিস্ত্রি এর মধ্যেই মনোনয়ন দাখিল করেছেন। বাদোদারা ছাড়াও বরানসি কেন্দ্র থেকেও লড়ছেন তিনি।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণায় এবং ভারতের কিংমেকার নিয়ে এখন দেশটিতে চলছে রাজনীতিবিদদের সাত-পাঁচ আলোচনা । তাদের অনেকরই ধারণা, চলতি লোকসভা নির্বাচনে ভারতের রাজা হবেন নরেন্দ্র মোদি
উল্লেখ্য, শেষ চারবার লোকসভা ভোটে এই কেন্দ্রে জিতে এসেছেন বিজেপি প্রার্থীরা।
এস রহমান/