পরীক্ষায় নকল করতে না দেওয়ায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে কেন্দ্রে হামলা, শিক্ষকদের অবরুদ্ধ ও রাস্তা অবরোধ করেছে। আজ মঙ্গলবার পরীক্ষা শেষে তারা এই ঘটনা ঘটায়।
আজ পরীক্ষার শুরুতেই বরিশাল শিক্ষা বোর্ডের প্রতিনিধি টিম কেন্দ্রে অবস্থান নেয়। ওই কেন্দ্রে বোরহানউদ্দিন আব্দুর জব্বার কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল।
জানা গেছে, কিছু শিক্ষার্থী পরীক্ষা শুরুর সাথে সাথে নকল করার চেষ্টা করে কিন্তু বোর্ডের প্রতিনিধি উপস্থিত থাকায় তারা তেমন সুবিধা করতে না পেরে কেন্দ্রের চেয়ার টেবিল ভাংচুর করে, শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে, এবং রাস্তায় অবস্থান নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে অবরুদ্ধ শিক্ষক ও বরিশাল শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উদ্ধার করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, রাস্তা থেকে উত্তেজিত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে।
কলেজ অধ্যক্ষ হারুন জানান, নকল সুবিধা না পাওয়ায় শিক্ষার্থীরা লাঠি সোটা নিয়ে চড়াও হয়।
পিএম/সাকি