মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ধলেশ্বরী নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ সদরের মৎস কর্মকর্তা মো: রাশেদুজ্জামান জানান, ঢাকাগামী প্রিন্স অফ রাসেল ও স্বর্ণদ্বীপ প্লাস নামের দুইটি লঞ্চ থেকে জাটকাগুলো উদ্ধার করেছে পাগলা কোস্টগার্ডের একটি দল। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। পরে উদ্ধারকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
কেএফ