রাজধানীর কলাবাগানে ল্যাব এইড হাসপাতালের সামনে সাদবিন হোসেন সানি (২৫) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
সানি গ্রীনরোড এলাকার কাজী শওকত হোসেন ছেলে। তিনি সাভারে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে।
কলাবাগান থানার উপ-পরির্দক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ১টায় সামি মোটরসাইকেল নিয়ে ল্যাব এইডের সামনে দাঁড়িয়ে ডাব খাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন যুবক সানির কাছে মোটরসাইকেলের চাবি চায়। কিন্তু সানি না দিলে তার বুকে গুলি করে তারা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যায়। তবে কী করণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয় কিছু জানাতে পারেননি তিনি।
কেএফ