টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দুর্দান্ত ছন্দে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে এদিন গ্যাবায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে মেহেদি হাসান মিরাজের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলি রাব্বি।

প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘এখানকার উইকেট শুকনো। আমরা চাই বোর্ডে ভালো একটি স্কোর তুলতে। আগের ম্যাচটি ভুলে যেতে চাই। জিম্বাবুয়ে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। সুতরাং, আমাদেরকেই ভালো করতে হবে। দুই দলই একে-অপরকে জানে। মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে আসছে ইয়াসির আলী রাব্বি।’

প্রথমে ব্যাটিং করতে চেয়েছিল জিম্বাবুয়েও। অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘খুব বেশি পরিবর্তন আসবে না খেলায়। তবে আমাদের লক্ষ্য ছিল প্রথমে ব্যাট করা। আগের ম্যাচ জয়ের পর উদযাপনের খুব বেশি সুযোগ পাইনি। কারণ বিমান ধরতে হয়েছে আমাদের। তবে, আমাদের সব ফোকাস এখন আজকের ম্যাচে ভালো কিভাবে করতে হবে, তার ওপর। একটি পরিবর্তন। লুক জংউইয়ের পরিবর্তে আসছে তেন্দাই চাতারা।’

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধভিরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন সুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেনডাই চাতারা, ব্রাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.