ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে ওই এলাকার একটি পুকুর থেকে ছেলেটির লাশ উদ্ধার করা হয়।
স্থাণীয়রা জানায়, রোববার সকালে ওই গ্রামের একটি পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে হরিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে লাশ উদ্ধার করে।
জানা গেছে, ওই শিশুটি নন্দগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে। শনিবার দুপুর থেকে মহিদুর কে তার বাবা মা খুঁজে পাচ্ছিলেন না হরিপুর থানার ওসি মজিবুর রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।
এসএইচ/সাকি