আগামি রোববার, ১৩ এপ্রিল দুই কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে, প্রগতি লাইফ ইনস্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
প্রগতি লাইফ ইনস্যুরেন্স ২০১২ সালে শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ বোনাস এবং ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংকটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
আর বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২০১৩ সালে ছয় (জুলাই-ডিসেম্বর) মাসে শেয়ার প্রতি লোকসান করেছে ৯ টাকা ৫ পয়সা।
২০১২ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। ওই বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিল ১ টাকা ৭৭ পয়সা। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ২৯ দশমিক ৭১।
অর্থসূচক/এসএ