কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খাঁন সোহেলের জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার বেলা ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কোতয়ালী থানার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, পৌর শাখার সভাপতি আব্দুল্লাহ সরদার বাবু, মোজাম্মেল হোসেন খাঁন মিঠুন ও লিটন বিশ্বাস এই মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন।
এ সময় বক্তারা সোহেলকে মুক্তি না দেওয়া হলে ফরিদপুর থেকে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।