পুঁজিবাজারের তালিকাভুক্ত ইনটেক অনলাইন লিমিটেডের অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম)আগামি ৮ মে অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়,দুইটি বিষয় অনুমোদনের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ইজিএম আহ্বান করেছে।প্রথমত,কোম্পানি তাদের অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা বাড়াবে।এছাড়া কোম্পানির বর্তমান নাম ইনটেক অনলাইন লিমিটেডের পরিবর্তে ইনটেক অনলাইন করার সিদ্ধান্ত নিয়েছে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামি ১৬ এপ্রিল।আগামি ৮মে সকাল ১০ টায় আইডিইবি ভবন,১৬০/এ,কাকরাইল,ভিআইপি রোডে ইজিএম অনুষ্ঠিত হবে।
অর্থসূচক/এসএ/