ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিল এর শ্রমিক শাহ মো. রাজন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে মিলের শ্রমিক-কর্মচারীরা।
শনিবার সকালে সুগার মিলের সাবজোন কার্যালয় চত্বরে আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহত রাজনের মা জোছনা বেগম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, মিল শ্রমিক নেতা কাজল বসু, নজরুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান শাহবুদ্দিন আহমেদ সতেজ প্রমুখ।
বক্তরা অবিলম্বে রাজন এর হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানিয়ে মিল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচিসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ রাজন নিখোঁজ হওয়ার পর গত ২ এপ্রিল বুধবার মধুখালী উপজেলার কুড়ানিয়ার চর নামক স্থান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় রাজনের লাশ উদ্ধার করে পুলিশ।
এমআইটি/সাকি